বিজ্ঞান এ ভালো কিছুর জন্য সময় দিতে হয় । কোন কিছুই একদিনে হয় না । ভারতের চন্দ্র বিজয় কিন্তু একদিনে হয় নি । এর পেছনে রয়েছে শত শত ভারতীয়র ত্যাগ-তিক্ষা, অনু্প্রেরণা ।
ভারতের যদি ভারতের মুুুভিগুলো দেখেন তবুও দেখবেন তার দেশ কে প্রোমট করে, দেশের গুণীজনদের প্রোমট করে । আমরা শুধু পারি, সমাচলনা করতে, ঠাট্টা- বিদ্রুপ করতে। আর
যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুনি জন্মে না। গুণীর কদর থাকলে দেশের সেরা মেধাগুলি, ইন্জিনিয়ারিং/ডাক্তারি পড়ে, প্রশাসন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে লাইন দিত না।
আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন, দেশের সেরা সেরা মেধাগুলির অপচয় হচ্ছে, অন্যদিকে আমার মা/ভাই এর চিকিৎসার জন্য ভারতে লাইন দিচ্ছি। এই অবস্থার দ্রুতই অবসান হওয়া উচিত । রাস্তাঘাট/ঘরবাড়ির উন্নতি মানে দেশের উন্নতি না। দেশের উন্নতি মানে চিন্তার উন্নতি/ দর্শনের উন্নতি । আর তা হবে, সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়ার মাধ্যমে ।
এই অন্ধকারের কালো মেঘ কেটে যাবে একদিন এই প্রত্যাশায়..........
প্রতি সপ্তাহে
0 Comments